বিপিএলের এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। ম্যাচ শেষে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সন্তোষ প্রকাশ করেন দলের ব্যাটিং ও সামগ্রিক পরিকল্পনা নিয়ে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে অকপট ছিলেন সিলেট অধিনায়ক।
মিরাজ বলেন, ‘দারুণ একটা ম্যাচ হয়েছে। ওকস যেভাবে ব্যাটিং করেছে, দারুণ। কাজটা তার জন্য কঠিন ছিল, কারণ বিপিএলে এটা তার প্রথম ম্যাচ। দলের জন্য সে এটা করতে চেয়েছে।’
নতুন পরিবেশ ও চাপের মধ্যেও দায়িত্বশীল ইনিংস খেলার জন্য ওকসের প্রশংসা করেন তিনি।
বিদেশি ক্রিকেটার বাছাই নিয়েও নিজের ভাবনার কথা জানান মিরাজ। তিনি বলেন, ‘আমাদের দলের উপদেষ্টাকে ধন্যবাদ দিব ওকস এবং বিলিংসকে আনার জন্য। আমি তাকে বলেছিলাম আমাদের দুজন ভালো বিদেশি ক্রিকেটার দরকার।’
দলের ভারসাম্য গঠনে এই সিদ্ধান্ত যে কার্যকর হয়েছে, ম্যাচের ফলই তার প্রমাণ বলে মনে করেন সিলেট অধিনায়ক।
মিরাজ আরও জানান, দলের সবাই মিলেই এই জয় এসেছে। সঠিক পরিকল্পনা, ইতিবাচক মানসিকতা এবং দায়িত্বশীল ব্যাটিং। সব মিলিয়ে সিলেট টাইটান্স এখন আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

