সেই ২০০৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পথচলার শুরু। আন্তর্জাতিক আঙিনায় দুই দশকের বিচরণে নানা অর্জনে নিজেকে রাঙিয়েছেন আনিসা মোহাম্মেদ। বল হাতে ছেলে-মেয়ে মিলিয়েই গড়েছেন ইতিহাস, নাম লিখিয়েছেন অনেক অর্জনে। গৌরবময় সেই অধ্যায়ের অবশেষে ইতি টানলেন ওয়েস্ট ইন্ডিজের এই অফ স্পিনার।
শুধু আনিসাই নয়, একসঙ্গে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরও তিন ক্রিকেটার- পেসার শাকেলা সেলমান, দুই জমজ বোন কিপার-ব্যাটার কাইসিয়া নাইট ও ব্যাটার কাইশোনা নাইট। চারজনই ছিলেন ২০১৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য। তাদের মধ্যে উজ্জ্বলতম অবশ্যই আনিসা।
বেশ কিছুদিন ধরেই অবশ্য জাতীয় দল থেকে দূরে ছিলেন আনিসা। ২০২২ সালে সেপ্টেম্বরে ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি নেন মানসিক ক্লান্তির কারণে। পরে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। এবার বিদায়ই বলে দিলেন ৩৫ বছর বয়সে।
৩৪ বছর বয়সী পেসার শাকেলা সেলমান ১০০ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ৯১টি, ৯৬ টি-টোয়েন্টি খেলে শিকার ৫১টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ খেলেছেন তিনি গত ফেব্রুয়ারিতে। জমজ বোন কাইসিয়া ও কাইশোনা বিদায় বলে দিলেন তুলনামূলক কম বয়সেই। বয়স এখনও ৩২ হয়নি তাদের। তবে এক বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তারা দুজনও। কিপার-ব্যাটার কাইসিয়া ৮৭ ওয়ানডে খেলে রান করেছেন ১ হাজার ৩২৭, ৭০ টি-টোয়েন্টিতে রান ৮০১। কাইশোনার রান ৫১ ওয়ানডেতে ৮৫১, ৫৫ টি-টোয়েন্টিতে ৫৪৬।