বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন তানজিম সাকিব, সতর্ক করেছে বিসিবি

0

এবার সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এই ঘটনায় সাকিবকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সদ্য জাতীয় দলে অভিষিক্ত এই পেসারকে পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

মিরপুর আজ জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে…তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য সরি (দুঃখিত)।’

জালাল ইউনুস আরো বলেছেন, ‘ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, “আমি দুঃখিত”। যে পোস্টগুলো দিয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। যেন ভবিষ্যতে এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবে। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। তার কথা, “আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।”’

সাকিবের মতাদর্শের দিকেও খেয়াল রাখা হবে জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সেদিকে আমাদের নজর আছে। আমরা পর্যবেক্ষণ করব তাকে। অবশ্যই পর্যবেক্ষণ করব। এই মুহূর্তে সে যেটা বলেছে, তার পরিবারও খুবই শঙ্কিত এ ব্যাপারে। তারাও এ ধরনের একটা পরিস্থিতি হবে, আশা করেনি। তারাও দুঃখ প্রকাশ করেছে। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, একটা তরুণ ছেলে এবং বয়স কম আপনারা জানেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। আমরা খেয়াল করি, দেখি, পর্যবেক্ষণ করি। যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।’

প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিতেও তানজিম সাকিববে সহায়তা করবে বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘যদি থাকে ওই রকম কোনো সমস্যা, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহায়তা করব।’

সব শেষ জালাল জানিয়েছেন, এই তরুণ ক্রিকেটারের ব্যাপারে খুব সতর্ক থাকবেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here