বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ১০ মার্চ (সোমবার) স্থানীয় নওয়াব রেস্টুরেন্টে সিডনি প্রবাসী লেখক ও সাংবাদিক নাইম আবদুল্লাহর পিতা মো. রেজাউর রহমানের মৃত্যু পরবর্তী দোয়ার আয়োজন করে।
দোয়ায় বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালনা পর্ষদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শরিক হন।
সন্ধ্যায় ইফতারের আগে বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ রহমান টিপু।
দোয়ায় মো. রেজাউর রহমানসহ সব কবর বাসীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। নাইম আবদুল্লাহর পিতা মো. রেজাউর রহমান গত ৯ মার্চ (রবিবার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিন টায় মৃত্যুবরণ করেন।