বিডিইউতে আইটিইই ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন

0

বিডিইউতে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশনের ট্রেইনিং প্রোগ্রাম সোমবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর চাকরির বাজারে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং এডুকেশনাল টেকনোলজি বিভাগের ২৫ জন শিক্ষার্থী এই প্রোজেক্টের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করবে।

তিনি আরও জানান, বিডিইউ শিক্ষার্থীরা প্রশিক্ষণটি সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তাদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশীয় আইটি জব মার্কেটের জন্যেও নিজেদেরকে প্রস্তুত করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ, এডুকেশনাল টেকনোলজি বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here