বিটিভিতে আজ বৈশাখের নাটক ‘মাটির পুতুল’

0

বিটিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে গোলাম রাব্বানীর রচনা ও অভ্র মাহমুদের পরিচালনায় পহেলা বৈশাখের বিশেষ নাটক ‘মাটির পুতুল’। নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অর্ষা, মুকুল সিরাজসহ অনেকেই।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। মূলত নগর জীবন যে মানুষের জীবন থেকে জীবন কেড়ে নেয় নীরবে তারেই একটা গল্প নিয়ে নাটকটি সাজানো হয়েছে। যেখানে দুই প্রজন্মের সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। 

এ প্রসঙ্গে নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের একটা প্রজন্ম গড়ে উঠছে গ্যাজেট নির্ভর হয়ে। ফলে তারা জীবন, সংস্কৃতি, সম্পর্কের অনেক সূক্ষ্ম বিষয় সম্পর্কেই জানে না। এর দায় আমাদেরও। সেই বিষয়টিই আমরা ‘মাটির পুতুল’ গল্পে কিছুটা বলার চেষ্টা করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here