বিটকয়েন নিয়ে ইলন মাস্কের মত পাল্টে গেল

0
বিটকয়েন নিয়ে ইলন মাস্কের মত পাল্টে গেল

বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আবারও আলোচনায়। আগে যিনি বিটকয়েনের সমালোচনায় সরব ছিলেন, এবার তিনিই তার প্রশংসা করে বলেছেন, বিটকয়েনের শক্তি ভিত্তিক মূল্য নকল করা অসম্ভব।

২০২১ সালে মাস্ক বলেছিলেন, বিটকয়েন লেনদেনে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়। এটা পরিবেশের ক্ষতি করে। সে সময় তিনি তার প্রতিষ্ঠান টেসলার মাধ্যমে বিটকয়েনে গাড়ি বিক্রিও বন্ধ করে দেন। কিন্তু চার বছর পর এবার তার মত পুরোপুরি বদলে গেছে।

সম্প্রতি এক বক্তব্যে মাস্ক বলেন, এনার্জি কখনো নকল করা যায় না, আর বিটকয়েনের মানই নির্ভর করে সেই এনার্জির ওপর। তার মতে, এই বৈশিষ্ট্যই বিটকয়েনকে আলাদা ও নির্ভরযোগ্য করে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, মাস্কের এই নতুন অবস্থান ক্রিপ্টোকারেন্সি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। কারণ, মাস্ক যেকোনো কিছু নিয়ে মন্তব্য করলেই তা বাজারে আলোড়ন তোলে। ইতিমধ্যে তার এই বক্তব্যের পর বিটকয়েনের দাম কিছুটা বেড়েছে বলেও জানা গেছে।

বাজার বিশ্লেষকেরা মনে করছেন, মাস্কের এই মত পরিবর্তন ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে টেসলা আবারও বিটকয়েন বা অন্য ডিজিটাল মুদ্রায় লেনদেন শুরু করতে পারে।

বিটকয়েনকে অনেকেই ‘ডিজিটাল সোনা’ বলে অভিহিত করেন। এটা এমন এক মুদ্রা, যার মান নির্ভর করে বাস্তব শক্তি, প্রযুক্তি এবং মানুষের বিশ্বাসের ওপর। মাস্কের এই নতুন অবস্থান হয়তো ক্রিপ্টোকারেন্সির প্রতি আবারও বিশ্বব্যাপী আগ্রহ বাড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here