বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি জিম্মা নিয়ে বলছি: মিঠুন চক্রবর্তী

0

‘বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। আমি যেটা বলছি, তা যদি মিথ্যা হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুথু ফেলবেন, আর সেই থুতুটা আমি চাটবো।’ 

পশ্চিমবঙ্গের ‘বর্ধমান পূর্ব’ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে এক নির্বাচনি প্রচারণায় এসব মন্তব্য করেন মিঠুন। 

‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করে মিঠুন বলেন ‘সিএএ নিয়ে ওরা (মমতা) কি বলছে? বলছে দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা রেশন পাবে না, তোমরা না খেতে পেয়ে মারা যাবে। তোমরা কখনো নাগরিকত্বের জন্য আবেদন করবে না।’ কিন্তু আমি বলব সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় বা যাদের নাগরিকত্ব নেই, তাদের নাগরিক করার আইন হলো সিএএ। এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্যও। আমি ভারতবাসী হলে আমাকে, তোমাকে, হিন্দু-খ্রিস্টান সকলকেই এটা জমা করতে হবে। আর উনি (মমতা ব্যানার্জি) এটাকে নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন।’ 

এসময় মিঠুন বলেন ‘চলুন একটা চ্যালেঞ্জ করছি। আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তবে, আপনারা সবাই মিলে এই ময়দানে থুথু ফেলবেন এবং আমি সেটা চাটবো। আমি এত বড় কথা বললাম।’ মিঠুনের ওই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য গত ১১ মার্চ বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশে সিএএ লাগু করে ভারতের কেন্দ্রীয় সরকার। এই আইনে বলা রয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা সংখ্যালঘুরাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। যদিও এই আইনের বিরোধিতা করেছে  তৃণমূল। দলের নেত্রী মমতা ব্যানার্জির অভিযোগ এই আইনে কেউ আবেদন করলেই তারা বেনাগরিক হয়ে যাবে। তারা সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। তাদের ৫ বছরের জন্য ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।’ 

অভিনেতা বলে কথা! তাই ডায়লগ হবে না তা কি কখন হয়? এদিনের মঞ্চ থেকে দর্শকদের চাহিদা মেনে তাও করলেন। বাংলা ছবি একটি জনপ্রিয় ডায়লগের কিছুটা পরিবর্তন করে তিনি বলেন ‘চিমটি কাটবো এখানে… লাল পিঁপড়ের জ্বলনটা হবে ওখানে।’ 

তাকে ফের বলতে শোনা যায় ‘নাম আমার তুফান। বছরে এক আধবার আসি। এবার বারবার আসবো, তোমাদের সাথে দেখা করার জন্য।’ 

ফের বলেন ‘আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি খবর তৈরি করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here