বিজেপির কাছে হেরে যা বললেন কেজরিওয়াল

0

ভারতের রাজধানী দিল্লিতে এবার কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির কাছে হেরেছে বর্তমান শাসক দল আম আদমি পার্টি। হার মেনে নিয়ে দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি রাজনীতিতে কোনও লাভের উদ্দেশ্য নিয়ে আসেননি। মানুষের রায় মাথা পেতে নিচ্ছেন। 

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দিনে দিল্লিতে তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। 

বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ তাদের ভোট দিয়েছেন, আশা করি তারা তা পূরণ করবে।’’

দিল্লিতে আম আদমির কর্মকাণ্ড বিশ্লেষণ করে কেজরিওয়াল আরও বলেন, ‘‘গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, জল— সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। দেশের রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।’’

তিনি আরও বলেছেন, ‘‘সমাজসেবা এবং মানুষের হিতার্থে আমরা কাজ চালিয়ে যাব। মানুষের সুখেদুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনও লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার মাধ্যম। সেই কাজ আমরা করে যাব। আপের সব কর্মীকে অভিনন্দন এবং ধন্যবাদ। তারা এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছেন।’’

২০১৩ সালে দিল্লিতে প্রথম ক্ষমতায় এসেছিল কেজরির দল। পর পর তিন বার তিনি রাজধানীর মুখ্যমন্ত্রী হয়েছেন (প্রথম বার ৪৮ দিনের জন্য)। আবগারী দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘ দিন তিনি জেলে ছিলেন। তখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। পরে আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কেজরি সরে দাঁড়ান। দিল্লির মুখ্যমন্ত্রী হন আতিশী মার্লেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here