বিজেপিতে যোগ দিতে বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

0

অনেক জল্পনা-কল্পনার শেষে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পদত্যাগপত্র জমা দিলেন। রবিবার গভর্নর (রাজ্যপাল) রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বলা হয়, নতুন সরকার গঠনের ১৮ মাসেরও কম সময়ের মধ্যে মহাজোট থেকে বিচ্ছিন্ন হয়ে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা পার্টির (আরজেডি) সমর্থনে এ সিদ্ধান্ত নেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নীতীশ কুমারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন গভর্নর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here