গারো পাহাড়ের শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে টানা অভিযানে প্রায় ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।
বিজিবি জানায়, শেরপুরের নালিতাবাড়ীর শালবাগান এবং ঝিনাইগাতীর বুরুঙ্গাবাজার এলাকায় বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযানে দুটি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৬৬ লাখ ৬০ হাজার টাকা।
এ ছাড়া পাশের ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার শালকোনা এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার মারিংপাড়া সীমান্তেও বিশেষ অভিযান চালানো হয়। সেখানে পন্ডস, ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল ও ডাভ সাবানসহ নানা ধরনের চোরাচালানী কসমেটিকস জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।
আরেক অভিযানে ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতীয় কমলা এবং দেশীয় মাছ পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। এ সময় ১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
সব মিলিয়ে শেরপুর–ময়মনসিংহ সীমান্তে ৩৯ বিজিবির টহল দল মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা মূল্যমানের চোরাচালানী মালামাল আটক করেছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

