বিজিবিকে দেখেই ১ কেজি আইস ফেলে জঙ্গলে পালিয়ে গেল পাচারকারীরা

0

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় বিজিবিকে দেখে আইস ভর্তি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে গেছে পাচারকারীরা। পরে ওই ব্যাগ থেকে এক কেজি ৬৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ জুলাই) ভোরে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালংখালীর ধামনখালী এলাকার সরওয়ারের চিংড়ির ঘের দিয়ে মিয়ানমার থেকে আইসের বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় সীমান্ত দিয়ে কয়েকজনকে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি তাদের দাঁড়াতে বলে। এসময় তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ খুলে ভেতরে এক কেজি ৬৬ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here