নানা লুকে হাজির হয়ে প্রিভিউতে আগেই চমকে দিয়েছেন শাহরুখ খান। তার জওয়ান সিনেমার লুক অনেকের চোখেই আগুনের ফুলকি ছুটিয়েছে।
এরপর জওয়ান সিনেমার সহশিল্পী নয়নতারাকেও পরিচয় করে দিয়েছিলেন শাহরুখ। যেখানে তিনি লিখেছিলেন, ‘সে হলো বজ্র যে ঝড়ের আগে আসে।’
শাহরুখ ক্যাপশনে লিখেছেন, কেউ তাকে থামাতে পারবে না। তাকে থামানোর মতো কেউ কী এখানে আছে?
সূত্র: এনডিটিভি