বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে প্রীতি ক্রিকেট ম্যাচ

0
বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে প্রীতি ক্রিকেট ম্যাচ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপ-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (২৬ ডিসেম্বর) মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

মালদ্বীপের জাতীয় ক্রিকেট দল এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম অংশগ্রহণ করে। মাঠজুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি, দেশাত্মবোধক পরিবেশ এবং উৎসবমুখর আবহ।

১১৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় মালদ্বীপ ক্রিকেট টিম। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। রানার-আপ দলের হাতে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসী জীবনে মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ দেয়। এছাড়া খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রমসচিব মোহাম্মদ সোহেল পারভেজ, পিও মো. হাবিবুর রহমান, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী আধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও সিও মো. মাকসুর রহমানসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা, প্রবাসী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here