বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

0
বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি পদোন্নতি ও অনারারি কমিশন দেয়া হয়েছে।

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ বিমান বাহিনীর সদর দফতরে এই অনারারি কমিশন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে ২জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৯জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন- অনারারি ফ্লাইং অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রভোস্ট এবং অনারারি ফ্লাইং অফিসার দেওয়ান আলী, বিপিপি, এয়ারফ্রেম ফিটার।

অন্যদিকে, মাস্টার ওয়ারেন্ট অফিসারদের মধ্যে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম ইউসুফ আলী, বিপিপি (রেডিও ফিটার), মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোমিন (লোড মাস্টার), মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ (গ্রাউন্ড সিগন্যালিং), মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হক (ফিজিক্যাল ফিটনেস ও ড্রিল ইন্সট্রাক্টর), মাস্টার ওয়ারেন্ট অফিসার এমদাদ হোসেন চৌধুরী (ইঞ্জিন ফিটার), মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মহসিন (প্রভোস্ট), মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. ইস্রাফিল হোসেন (সেক্রেটারিয়াল এসিস্ট্যান্ট, জেনারেল ডিউটিস), মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন (লজিস্টিক এসিস্ট্যান্ট) এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আখতারুজ্জামান চৌধুরী, বিপিপি (মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর এন্ড ফিটার)।

উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর এই অনারারি কমিশন ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here