বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ

0
বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ চত্বরে থাকা ফুলের বাগানের কোনো ধরনের ক্ষতি না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।

সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস উদযাপন সংক্রান্ত এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। 

সভায় ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুষ্পস্তবক অর্পণকালে নির্ধারিত পথ ও শৃঙ্খলা অনুসরণ করার আহ্বানও জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here