বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচ, নান্নু-সুজনসহ খেলবেন যারা

0
বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচ, নান্নু-সুজনসহ খেলবেন যারা

প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসে অনুষ্ঠিত হতে যাছে সাবেকদের ক্রিকেট ম্যাচ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। 

আগের মতো দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ নামে দুই দলে ভাগ হয়ে অংশ নেবেন দেশের সাবেক ক্রিকেটাররা। ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল এবং শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সালে প্রথম ঐতিহ্যবাহী এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

এক নজরে দুই দলের স্কোয়াড:

শহীদ জুয়েল একাদশ : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), আবদুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির ও এনামুল হক মনি। 

ম্যানেজার: রাকিবুল হাসান। 

কোচ: গোলাম ফারুক সুরু। 

ফিজিও: আবু হানিফ। 

সহকারী: মিলন খান

শহীদ মোশতাক একাদশ: হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজ্জাদুল ইসলাম, জামাল বাবু। 

ম্যানেজার: ফারুক আহমেদ। 

কোচ: দীপু রায় চৌধুরী। 

ফিজিও: এনামুল হক। 

সহকারী: আলমগীর হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here