চলছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। বিজয় দিবসকে উৎযাপন করতে প্রতিবছর ১৬ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক তারকাদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে থাকে।
কিন্তু এবার সেই ধারায় এসেছে পরিবর্তন। আসছে বিজয় দিবসে জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী বিশেষ ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিসিবির সহযোগিতায় সন্ধ্যায় ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কোয়াব এর আয়োজনে ম্যাচটির নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’। যেখানে মূলত দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে গঠিত দুটি দল ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ মাঠে নামবে।
বিজয় দিবসের এই হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচে দল দুটির নেতৃত্বভার দেয়া হয়েছে বর্তমান জাতীয় দলের দুই তরুণ অধিনায়কের হাতে। টেস্ট দলের কান্ডারি নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন ‘অপরাজেয়’ দলকে। অন্যদিকে, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ থাকছেন ‘অদম্য’ দলের নেতৃত্বে।
এই বিশেষ ম্যাচটি সামনে রেখে গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) কোয়াব আনুষ্ঠানিকভাবে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডের মূল অংশজুড়ে রয়েছেন বর্তমানে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। তবে পাশাপাশি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটার এবং এমনকি জাতীয় দলে এখনও অভিষেক হয়নি এমন প্রতিশ্রুতিশীল তরুণদেরও এই অল স্টার্স স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুই দলের স্কোয়াড :
অপরাজেয় : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিথুন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
অদম্য : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম।

