বিজয় দিবসে নান্নু-নাফিসদের সহজেই হারালেন আশরাফুল-তুষারর

0
বিজয় দিবসে নান্নু-নাফিসদের সহজেই হারালেন আশরাফুল-তুষারর

বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে শহীদ মুশতাক একাদশ শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে পরাজিত করেছে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুশতাক একাদশ ১৫ ওভারে ১৩৮ রানের সংগ্রহ গড়েছিল। জবাবে জুয়েল একাদশ ১০০ রানে অলআউট হয়ে পড়ে।

মুশতাক একাদশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দলের হয়ে নাদিফ চৌধুরী ২৬ বল খেলে ৪৬ রানের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি স্কোর করেন। এছাড়া তুষার ইমরান ২৭ বল খেলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত ব্যাটিংয়ে টিকে ছিলেন। জুয়েল একাদশের হয়ে আবদুর রাজ্জাক ৩ উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে জুয়েল একাদশ শুরুতেই জাভেদ ওমর বেলিমকে হারায়। ৮ বল খেলে মাত্র ৩ রান করে ফেরেন বেলিম। ওপেনার শাহরিয়ার নাফীস ৩৩ বল খেলে ৩৬ রানের ইনিংস খেলেন। মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করেন। তালহা জুবায়ের অপরাজিত ছিলেন ১৯ বল খেলে ২৬ রানে। মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here