দেশের ইতিহাসে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড গড়েছে। ঈদকে কেন্দ্র করে ওই মাসে দেশে এসেছিল ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে। ওই মাসে রেমিট্যান্সের এসেছিল ২৯৭ কোটি ডলার।
এবার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল বিজয়ের মাস ডিসেম্বর। শেষ হওয়া মাসটিতে ৩২২ কোটি ৬৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে প্রায় ৩৪ কোটি ডলার বেশি। আর গত বছরের ডিসেম্বরের চেয়ে ৫৯ কোটি ডলার বেশি এসেছে। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আলোচিত সময়ে (ডিসেম্বর-২০২৫) রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ ছিল জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

