ঘরোয়া লিগের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম ম্যাচ তিনি শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। এর কয়েক ম্যাচ পর এই ডান-হাতি ব্যাটার টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। আবাহনীর হয়ে একইসঙ্গে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন আরেক ওপেনার নাইম শেখও। কিন্তু ব্যক্তিগত শতক থেকে ছয় রান দূরে থাকতেই তিনি আউট হয়ে ফেরেন।
আজ (৪ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে বিজয় ও নাইম অনবদ্য এক জুটি গড়েন। দু’জনের ১৮৩ রানের জুটি আবাহনীকে বড় টার্গেটের স্বপ্ন দেখাতে থাকে। অবশ্য বিশাল পুঁজিই পেয়েছে তারা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে আবাহনী ৩৩৬ রান সংগ্রহ করেছে।
বিজয় পরবর্তীতে থেমেছেন ১৫৩ রান করে। এছাড়া আফিফ হোসেন করেছেন ৫৩ রান। প্রাইম ব্যাংকের হয়ে পেসার রুবেল হোসেন ও আফগান পেসার জানাত করিম দু’টি করে উইকেট নিয়েছেন।