বিচ্ছেদের পর নতুন প্রেমের সন্ধানে মালাইকা?

0

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম জীবন নিয়ে বরাবরই সবার আগ্রহ তুঙ্গে। যখন থেকে তাদের বিচ্ছেদ প্রসঙ্গ প্রকাশ্যে এসেছে, সবাই জানতে চেয়েছেন তবে কি এবার নতুন সম্পর্কে জড়িয়েছেন? কার সঙ্গে ডেটিং করছেন অর্জুন? মালাইকা কি আরও একবার নতুন করে প্রেম খুঁজে পেলেন জীবনে? যদিও এই প্রথম প্রেম ভাঙেনি মালাইকার। অর্জুনের সঙ্গে ব্রেকআপের আগেও বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। তবে এখন প্রেম নিয়ে কী ভাবেন তিনি?

অভিনেত্রীর জীবনে এর আগেও দুটি সম্পর্ক ভেঙেছে। দীর্ঘদিন প্রেম করার পর বিচ্ছেদ হয়েছে তার। এমতাবস্থায় অনেকের নেই প্রশ্ন, আর কি নতুন কাউকে তার জীবনে এন্ট্রি দেবেন মালাইকা? নাকি ভবিষ্যতে একাই থাকতে চাইবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনেও। ব্রেকআপের পর প্রেম নিয়ে কী ভাবছেন মালাইকা, সেই তথ্যও এবার প্রকাশ্যে।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকা। একটি ভিডিওতে প্রেম সম্পর্কে অভিনেত্রী খোলাখুলি কথা বলেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি মেয়ে সুন্দর পোশাক পরে আনন্দে নাচছেন। তার সঙ্গীর সঙ্গে জমিয়ে ছবি তুলছেন। 

ক্যাপশনে মালাইকা লিখেছেন, ভালোবাসা ধৈর্যের, দয়ার। ভালোবাসা মানে ধীরে ধীরে মন হারানো।

মালাইকার এই পোস্ট দেখে অনেকেরই মনে হচ্ছে, তবে কি তিনি এখনও প্রেমে বিশ্বাসী? নতুন প্রেম খুঁজে পাওয়ার আশায় এখনও রয়েছেন তিনি? এখন সবাই এটাই জানতে মুখিয়ে, কবে আবারও ভালোবাসার মানুষ আসবে তার জীবনে।

সম্প্রতি নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান অর্জুন কাপুর। অভিনেতা বলেন, এখনও বিয়ে নিয়ে পরিকল্পনা করিনি। তবে তেমন কিছু ভাবলে প্রথমেই সবাইকে জানাবো। তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়। ব্যক্তিগত জীবন নিয়ে আমি এর আগে বহু কথা বলেছি। বাকিদের আমার জীবন নিয়ে কথা বলার সুযোগ দিয়েছি। কিন্তু আপাতত আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here