বিচ্ছেদের গুঞ্জন থামিয়ে এক ফ্রেমে সৃজিত, মিথিলা, আইরা

0
বিচ্ছেদের গুঞ্জন থামিয়ে এক ফ্রেমে সৃজিত, মিথিলা, আইরা

বিচ্ছেদ নিয়ে নানা সময় নানা গুঞ্জন উঠেছে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি, রাফিয়াথ রশিদ মিথিলাকে ঘিরে। সম্পর্কের টানাপোড়েন নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সেই সব কথার জবাব যেন নিজেরাই দিলেন। এক ফ্রেমে ধরা পড়লেন সৃজিত, মিথিলা, আইরা।

সম্প্রতি দেশের বাইরে ঘুরতে গিয়ে তোলা একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। নীল-সাদা আকাশের নিচে দাঁড়িয়ে তোলা সেই ফ্রেমে মিথিলা কালো রঙের ওভার কোর্ট, সৃজিত কালো পোলো শার্টের উপর লাল জ্যাকেট আর আইরা নেভি ব্লু শীতের পোশাক পরে আছে। পুরো ছবিটাই একসঙ্গে সময় কাটানোর স্বস্তির অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

মাস দু’য়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলাকে যখন জিজ্ঞেস করা হয় সৃজিতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে, তখন তিনি বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” সৃজিত কি এখনও তার স্বামী, এমন প্রশ্নে তিনি স্পষ্টই বলেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।”

অনেক দিন ধরেই সৃজিত কলকাতায় আর মিথিলা ঢাকায়। কলকাতা না যাওয়ার প্রসঙ্গে মিথিলা জানান, “২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি যাইনি। আমার ভিসা নেই।”

প্রসঙ্গত, মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের জুলাইয়ে সেই সংসার ভাঙে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here