বিচার বিভাগে বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে ন্যায়কুঞ্জের যাত্রা শুরু: বিচারপতি বোরহান উদ্দিন

0

বিচার বিভাগে বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে ন্যায়কুঞ্জের যাত্রা শুরু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। তিনি বলেন, দেশের সুশাসন নিশ্চিত করতে যথাসময়ে ন্যায়বিচার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধির সাথে মামলা, বিরোধ নিষ্পত্তি আবেদন ও অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিচার প্রার্থীদের-সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় প্রতিটি জেলা ও দায়রা জজ আদালতে এ ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা হবে। দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থীরা আদলে এসে যাতে ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে ৩৫ কোটি ২৫ লক্ষ্য ৯১ হাজার টাকা ব্যয়ে ন্যায়কুঞ্জে বিশ্রামাগার, খাবার পানি, নারীদের জন্য আলাদা কক্ষ, দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজ আদলতে এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। 

রবিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর স্থানীয় গণমাধ্যম কর্মীদের  বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন এসব কথা বলেন।

আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন আরও বলেন, ন্যায়কুঞ্জ ন্যায়ের আলো ছড়াবে আদালতে। তিনি বলেন, আমি বিজ্ঞ আইনজীবীদের কাছে সহায়তা চাইবো। যাতে কোন বিচারপ্রার্থী বিচার চাওয়ার ক্ষেত্রে কোনরকম অসুবিধার সমুখীন না হয়। বিচারপ্রার্থীরা বিচার পাওয়ার ক্ষেত্রে সহায়তা করার জন্য বিচারকদের সহযোগিতা করতে হবে আইনজীবীদের। বিচারকরা যাতে সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারেন, যাতে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে নজর রাখার আহবান জানান তিনি। 
পরে রাঙামাটি জেলা জজ ও দায়রা জজ আদালত চত্ত্বরে একটি কাঠগোলাপের চারা রোপণ করেন বিচারপতি বোরহান উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here