বিগ ব্যাশে রিশাদের জোড়া উইকেট

0
বিগ ব্যাশে রিশাদের জোড়া উইকেট

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে প্রথম ম্যাচে ৩ ওভারে দিয়েছিলেন মাত্র ১৮ রান। সেই ম্যাচটি জিতেছিল হোবার্ট হ্যারিকেনস।

এবার রিশাদ জোড়া উইকেট পেলেও জিততে পারলো না তার দল। বৃহস্পতিবার মেলবোর্ন স্টারস ঘরের মাঠে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রিশাদের হোবার্ট হ্যারিকেনসকে।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫৮ রানের বেশি করতে পারেনি হোবার্ট। ম্যাচের প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে ৩ বলে এক বাউন্ডারিতে ৫ রানে অপরাজিত থাকেন রিশাদ।

পরে ফিল্ডিংয়ে নেমে বোলিংয়ে এসে তৃতীয় বলেই সাফল্য পান রিশাদ হোসেন। পরের ওভারে তৃতীয় বলে নেন আরেকটি উইকেট। দুই ওভার শেষে রিশাদের নামের পাশে দাঁড়ায় ১৪ রানে ২ উইকেট।

তবে তৃতীয় ওভারটি আর ভালো গেল না বাংলাদেশের লেগ স্পিনারের। ওই ওভারে খরচ হয় ১৯ রান। এতে ৩ ওভারে ৩৩ রান খরচ করে রিশাদের নামের পাশে দাঁড়ায় ২ উইকেট। বাকি সময়ে বোলিং পাননি রিশাদ। হোবার্টের বাকি বোলাররাও আর কোনো উইকেট নিতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here