বিগ ব্যাশে বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন আবারো তাক লাগানোর পারফরম্যান্স দেখালেন। ব্রিসবেন হিটের বিপক্ষে রিশাদ ২৭ রানে ২ উইকেট তুলে দলের জন্য বড় অবদান রাখেন। তার স্পিনে হিটকে ১৬০ রানে আটকে রাখতে সক্ষম হয় হোবার্ট হারিকেন্স।
রিশাদের প্রথম শিকার ছিলেন দারুণ ব্যাটসম্যান ম্যাট রেনশ, তিনি ২৫ বলে ৩৭ রান করে ব্যাকফুটে খেলার চেষ্টা করতে গিয়ে এক্সট্রা কাভারে বেন ম্যাকডারমটের হাতে ধরা পড়েন।
নিজের শেষ ওভারে রিশাদ হোসেন আউট করেন মার্নাস লাবুশেনকে, তিনি লেগ স্পিনারকে পুল করতে গিয়ে ৬ বলে ৫ রান করে লং অনে ধরা পড়েন।
হারিকেন্সের ইনিংস শুরুটা ভালো হয়নি। ওপেনিং জুটি মাত্র ১৮ রান তুলতে পারে। জ্যাক ওয়াইল্ডারমুথ ৬ রান করে ফিরেন, আর উসমান খাজা ১৮ বলে ১৯ রান করে আউট হন। দলের সর্বোচ্চ রান আসে ন্যাথান ম্যাক সুয়েনির ব্যাট থেকে, তিনি ৪৯ রান করে দলের ইনিংসকে কিছুটা টানে রাখেন। এছাড়া ম্যাক্স ব্রায়ান্ট ২১ রান করেন। নীচের ব্যাটসম্যানরা বড় অবদান রাখতে না পারায় হিটকে মাঝারি স্কোরেই থেমে যেতে হয়।

