বিকেএসপির ৫০ কিংবদন্তি খেলোয়াড়ের তালিকায় আছেন যারা

0
বিকেএসপির ৫০ কিংবদন্তি খেলোয়াড়ের তালিকায় আছেন যারা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তুলে আনার বিষয়ে প্রতিষ্ঠানটি প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। ৩৯ বছরের পথচলায় এখান থেকে উঠে এসেছেন অসংখ্য তারকা ক্রীড়াবিদ। যারা নিজের মেধা, কঠোর পরিশ্রমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন, হয়েছেন গর্বিত। 

বুধবার (১০ ডিসেম্বর) তেমন ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তারা। সেই সাথে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।  

বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এসময় বিকেএসপির ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম ফলক উন্মোচন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়। পরে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত লিজেন্ডারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় পরিয়ে দেন।

তালিকায় যারা আছেন

আর্চারি-মো. হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ ও মো. সাগর ইসলাম। অ্যাথলেটিকসে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো. জহির রায়হান ও শিরিন আক্তার। ক্রিকেটে এ এম নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল হক সৌরভ, লিটন দাস ও মারুফা আক্তার।

ফুটবলে- মো. মাসুদ রানা, হাসান আল মামুন, মো. মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো. জাহিদ হাসান এমিলি, মো. জাহিদ হোসেন, মো. মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, মো. রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরসালিন। হকিতে-  আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মো. মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো মামুনুর রহমান চয়ন।

শ্যুটিং এ- আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি। সাঁতারে-কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা। বাস্কেটবলে- মিঠুন কুমার বিশ্বাস, মো. সামসুজ্জামান খান ও মো. খালেদ মাহমুদ আকাশ, বক্সিং এ- মো. আব্দুর রহিম এবং টেনিসে-এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here