বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন

0
বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণিল অনুষ্ঠানে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী উপস্থিত ছিলেন।

এসময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিএসপিএ হচ্ছে আমাদের সেই ক্রীড়ালেখক সমিতি, যারা ১৯৯২ সালে আমাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে, আমি একজন ভালো ক্রিকেটার। তাদের চোখে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলাম। বিএসপিএকে ধন্যবাদ জানাই, সে সময় যেভাবে আমাকে ও ক্রীড়াঙ্গনকে পুরস্কৃত করেছিল, আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল। ক্রিকেট ও বিএসপিএর নতুন যাত্রা শুভ হোক।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা অনেক কিছু ভুল করতে পারি বা ভুলে যেতে পারি। তাই আপনাদের লেখার কারণে ইতিহাসের পাতায় আমরা টিকে থাকি, স্বীকৃতি পাই। আমরা অনেক কিছুই করি। তবে আপনারা প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখেন। আগামীতে বিএসপিএর নেতৃত্ব বাংলাদেশে একটি স্পোর্টস মিউজিয়াম দেখা যাবে।

বাংলাদেশের স্পোর্টস ইকোনমি এগিয়ে নেওয়ার জন্য ক্রীড়া সংগঠনগুলো ভালো ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসপিএর তিন প্রজন্মের প্রতিনিধি হিসেবে সংগঠনের আজীবন সদস্য ইকরামউজ্জমান, সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান দুলাল ও মোস্তফা মামুন দেশের প্রাচীনতম ক্রীড়া সাংবাদিক সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্মৃতিচারণ করেন।

এ অনুষ্ঠানে আটজন সাবেক সভাপতি ও পাঁচজন সাধারণ সম্পাদককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিএসপিএর নতুন কার্যালয় নির্মাণে আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ফুটবল সংগঠক নাসের শাহরিয়ার জাহেদী। 

বিএসপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামের আঙিনায় বিএসপিএ কাটিয়েছে ৬৩টা বছর। ক্রীড়া সাংবাদিকদের সেকেন্ড হোম। প্রেস বক্স বিয়ন্ড প্রেস বক্স। বাংলাদশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের এই গণ্ডিটা বেড়ে যাচ্ছে, বদলে যাচ্ছে, লাগছে আধুনিকতার ছোঁয়া।

এবার আর নামে শুধু নয়, আক্ষরিক অর্থেই সেকেন্ড হোম বিএসপিএ প্রেস বক্স। স্বপ্নের শুরুটা হয়েছিল ২০২২-এ। বিএসপিএ ৬০ বছর পুর্তির আয়োজনে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে বরাদ্দ মেলে জাতীয় স্টেডিয়ামের প্রায় তিন হাজার স্কয়ার ফিটের এ জায়গাটি। এরপর থেকেই অপেক্ষা। এ ধুলোর আস্তর সরে শেষ ছয় মাসের অক্লান্ত পরিশ্রমে স্বপ্ন এখন রূপ নিয়েছে বাস্তবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় স্টেডিয়ামে অবস্থিত বিএসপিএর নতুন কার্যালয় ঘুরে দেখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here