বিএসএম গবেষণা প্রতিযোগিতায় প্রথম হলেন ডা. মেহেরুন্নিসা

0

বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন (বিএসএম) এর উদ্যোগে আয়োজিত ‘ফাস্ট বিএসএম রিসার্চ ডে’ গবেষণা প্রতিযোগিতায় প্রথম হলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম। 

ঢাকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় এ পুরস্কার প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

প্রসঙ্গত, বিএসএম গবেষণা প্রতিযোগিতায় বাংলাদেশের সব মেডিসিন বিশেষজ্ঞ থেকে সদ্য সম্পন্ন গবেষণার এবস্ট্রাক্ট চাওয়া হয়। এরপর জমাকৃত গবেষণা থেকে ছয়টি গবেষণা বাছাই করা হয়। বাছাইকৃত সেরা ৬ জন গবেষককে মূল অনুষ্ঠানে তাঁদের গবেষণা উপস্থাপনা করতে আমন্ত্রণ করা হয়। অনুষ্ঠানেই বিজ্ঞ জুরিদের বিচারে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণার মাধ্যমে পুরস্কৃত করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন নবীন গবেষকদেরকে উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করে।   

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here