চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তের ওপারে গুলিতে নিহত সাইফুল (৩০) এর লাশ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজিবির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
এদিকে নিহতের লাশ দুইদিন পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিজিবি-বিএসএফ এর মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে সাইফুল ইসলামের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
বিএসএফের গুলিতে নিহত সাইফুল ইসলাম জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।