কেরালার থিরুভানাথাপুরামে ২৬ বছর বয়সী এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তার প্রেমিকের বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগ এনেছেন সেই নারী। এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ভেনা জর্জ।
শাহানা নামের ওই চিকিৎসক স্থানীয় সরকারি মেডিকেলে সার্জারি বিভাগে স্নাতকোত্তর করছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অপর চিকিৎসক ইএ রুয়াইসের সাথে সম্পর্ক ছিল শাহানার। তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন।
আর এতেই শাহানা বেশ হতাশ হয়ে পড়েন এবং আত্মহত্যা করেন। তার অ্যাপার্টমেন্টে পাওয়া সুইসাইড নোটে লেখা ছিল, ‘সবাই কেবল অর্থই চায়।’
সূত্র: এনডিটিভি