মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, ঢাকা ১৭ আসনের একদিকে নির্বাচন চলেছে অন্যদিকে বিএনপির নেতারা লাইভে এসে হিরো আলমের জন্য মায়া কান্না কাঁদছে। কতটা রুচি নষ্ট হয়েছে তাদের!
বুধবার বিকালে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে গাংনী উপজেলা ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাংনী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাজেদুল ইসলাম রিমনের সভাপতিত্বে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু বক্তব্য রাখেন।