বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী: সেলিমুজ্জামান

0
বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী: সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী। কে হিন্দু, কে মুসলিম সেটা বড় বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি। সবার যৌক্তিক দাবি পূরণ করা আমার দায়িত্ব।’

গতকাল শনিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহোৎসব ও প্রার্থনা সভায় এ কথা বলেন তিনি। মহাটালি এলাকার মতুয়া ভক্তবৃন্দ এ আয়োজন করে।

উজানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডলের সভাপতিত্বে ও মতুয়া শ্রী রানা ঠাকুরের সঞ্চালনায় মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শিবু।

এ সময় বক্তারা হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামীতে সেলিমুজ্জামান সেলিমের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা। এসময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ মতুয়া ভক্তরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here