বিএনপি নেতাদের প্রতিহিংসামূলক বক্তব্য বর্জনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, রাজনীতিতে তারা আমাদের সিনিয়র। আমরা তাদের কাছে শিখব।
শনিবার দুপুরে পঞ্চগড়ের ধাক্কামাড়া ইউনিয়নের মিড়গড় জেলা প্রশাসন ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা দেখতাম শেখ হাসিনা ড. ইউনুসকে ছোট করে বিভিন্ন কথা বলতেন বা খালেদা জিয়াকে ছোট করে বিভিন্ন কথা বলতেন। এটা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করে ফেলেছিল। আমরা সিনিয়র রাজনীতিকদের কাছ থেকে একই কালচার বা একই আচরণ দেখতে চাই না।
তিনি বলেন, আমাদের জন্য তাদের কোনো পরামর্শ থাকলে দেবেন এবং এই পরামর্শও একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেওয়া উচিত।
সারজিস বলেন, বিএনপির এক নেতা বলেছেন আন্দোলনের কারণে বাংলাদেশে শিক্ষা বা শিক্ষার যে পরিবেশ তা নষ্ট হয়ে গেছে। এটা সত্যি যে কিছুটা বিঘ্নিত হয়েছে। কিন্তু শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে; আমরা এটা বলতে পারি না। তিনি বলেন, আমরা মনে করি শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশই যদি আমাদেরকে চেপে ধরার চেষ্টা করে, তাহলে সমগ্র বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল