বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বিএনপির সারা বাংলাদেশের নেতাকর্মীরা নির্বাচনমুখী ছিলেন। কিন্তু বিএনপির লিডারের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে, কারও দ্বারা প্ররোচিত হয়ে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা এ বিষয়টি নিয়ে অনেক কষ্টে আছেন। এই দলটির নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, এটি বিএনপির রাজনৈতিক ভুল।
বুধবার বিকালে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ চাইতে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
স্বপন আরও বলেন, আমি আবারও সংসদ সদস্য নির্বাচিত হলে ২০২৫ সালের স্বাধীনতা দিবসের পূর্বেই জয়পুরহাট-২ আসনের সকল আইডিভুক্ত গ্রামীণ রাস্তা পাকাকরণ করতে চাই। ২০২৭ সালের মধ্যে একটি দারিদ্র এবং বেকারত্বমুক্ত জয়পুরহাট-২ আসন গড়ে তুলতে চাই। এই প্রত্যাশা নিয়ে এবারের নির্বাচনে দাঁড়িয়েছি। জনগণ দয়া করে নৌকা মার্কায় ভোট দিলে আমি নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ও এসএম সোলায়মান আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী প্রমুখ।