দুই দিনের বিরতি দিয়ে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আবারও শুরু হয়েছে। রবিবার সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।
এর আগে বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ।
এদিকে শনিবার রাতে রাজধানীর উত্তরা এবং সিলেটের জালালাবাদে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জীবন মিয়া জানান, তাদের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলে।