বিএনপি-জামায়াতের লোক নিয়ে আওয়ামী লীগের কমিটি গঠনের অভিযোগ

0

বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারী, নাশকতার মামলার আসামি ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানের স্বজনদের দিয়ে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। আর এ কমিটির ভোটার দিয়ে অনুপ্রবেশকারীদের দিয়ে নতুন কমিটি গঠনের পায়তারা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সয়দাবাদ যমুনা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল গাফ্ফার। 

সংবাদ সস্মেলনে আব্দুল গাফ্ফার বলেন, আগামী ৬ মার্চ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই সম্মেলনে যারা ভোটার হবেন তারা অধিকাংশই জামায়াত-বিএনপির অনুপ্রবেশকারী এবং বর্তমান সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামের আত্মীয়। ওই ভোটার তালিকায় নির্বাচন করলে আওয়ামী লীগের ত্যাগী নেতারা দলে স্থান পাবে না। তাই দলের আহবায়ক কমিটি গঠন করে প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচনের পর ইউনিয়ন সম্মেলন করার দাবী জানান তিনি। অথবা দলের ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে ইউনিয়ন কমিটি করার কথাও উল্লেখ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here