দেশবিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে: ফখরুলBy AmarNews.com.bd - April 8, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে। সংঘাত এড়িয়ে সংলাপ চাইলে পদত্যাগের ঘোষণা দিতে হবে সরকারকে। শনিবার জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।