বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ক্রমে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু, সেচ ব্যবস্থার সংকট নিরসনে খাল খনন, কৃষকদের মাঝে সল্পমূল্যে বীজ ও সার বিতরণসহ ১৩টি উদ্যোগ গ্রহন করা হবে। কৃষকদের এগিয়ে নিতে এবং উন্নয়ন করতে যেসব উদ্যোগ গ্রহন করা দরকার সেগুলোই বিএনপি করবে। বিএনপি কৃষকবান্ধব দল।
সারাদেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে শনিবার বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালোড়া বাইগুনী বাজারে কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় আজ জয়পুরহাটের কালাইয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করেন।
জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জালাল ফকির জেলা স্বেচ্ছাসেবক দলের প্রমুখ।