বিএনপি কর্মী লাবলু হত্যা: ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণ

0

রংপুরের বদরগঞ্জে বিএনপি কর্মী লাবলু মিয়া হত্যা মামলায় গ্রেফতার ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারিখ হোসেনের আদালতে তারা জামিন আবেদন করেন। তবে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক শাকিলা চৌধুরী।

উল্লেখ্য, দোকানঘর ভাড়া নিয়ে বিরোধের জেরে গত ৫ এপ্রিল সকালে সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার ও হুমায়ুন কবির মানিকের অনুসারীদের সঙ্গে কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল হক মানিকের সমর্থকদের সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী এই ঘটনায় মোহাম্মদ আলী সরকারের অনুসারী বিএনপি কর্মী লাবলু মিয়া নিহত হন। আহত হন একাধিক ব্যক্তি, যার মধ্যে এক সাংবাদিকও রয়েছেন।

এ ঘটনায় নিহত লাবলু মিয়ার ছেলে রায়হান কবীর বাদী হয়ে শহিদুল হক মানিকসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here