সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ঘোষিত ১০ দফা দাবির সমর্থনে বিএনপির ডাকা দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হবে।
এছাড়া যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটের শরিক দলগুলো কখন কোথায় সমাবেশ করবে তাও জানিয়েছেন দলটির নেতারা।
যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ বেলা ১১ টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে। ‘১২ দলীয় জোট’ বেলা ১১ টায় বিজয় নগর পানির ট্যাংঙ্কির সামনে সমাবেশ করবে। জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১ টায় পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।
গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি বেলা ১১ টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে।
এলডিপি বেলা ৩ টায় এফডিসি মোড় সংলগ্ন দলীয় অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। এদিকে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।
এছাড়া সারাদেশে মহানগরগুলাতেও একযোগে সমাবেশ করবে স্থানীয় বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন। কেন্দ্র থেকে নেতাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।