বিএনপি একটি দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে খেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, এক-এগারোর স্বপ্নে অনেকে বাংলাদেশকে নিয়ে খেলছে। যারা এক-এগারোর স্বপ্ন দেখে তারা এই খেলা খেলছে।
আজ শুক্রবার আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, আপনারা খেয়াল করে দেখবেন, বিএনপি-জামায়াতের যখনই কোনো সমাবেশ হয়, তার আগে তারা বিশেষ একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে। এর কারণ একটাই- বিএনপি এখন ওই বিশেষ দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে খেলছে।