বিএনপি একটা সন্ত্রাসী দল, ওদের কথা মানুষ শোনে না: তোফায়েল আহমেদ

0

ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলটির উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। ওরা ভোট বয়কট করেছে। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করছে। ওদের কথা মানুষ শোনে না। বিএনপি সন্ত্রাসী খাতায় নাম লিখিয়েছে। আপনারা ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রে আসবেন। লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিবেন। এসময় তোফায়েল আহমেদ তাকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ করেন। 

সোমবার দুপুরে ভোলার ইলিশা বাঘারহাওলা এবং বিকাে উত্তর দীঘলদি গুইংগারহাট স্কুল মাঠে পৃথক পথসভায় এসব কথা বলেন। 

এসব পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহসভাপতি আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান মনসুর আলম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here