জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি অনেক আগেই দেউলিয়া হয়ে গেছে। তাদের সক্ষমতা নেই আন্দোলন করে একটি সরকারকে ক্ষমতাচ্যুত করার। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। কানাডার ফেডারেল আদালতেও তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী সংগঠন। তাদের যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদের দিয়ে তারা মাঝে মধ্যে ট্রেনে হামলা চালায়, বাসে আগুন দেয়। তারা কিছু হিরোইঞ্চি ও নাবালককে ভাড়া করে এসব কাজ করায়। তারা কিন্তু মাঠে ময়দানে নেই। এ সংগঠনটি বিলিন হয়ে গেছে।
তিনি আরো বলেন, বাংলাভাইদের যেভাবে জঙ্গি সংগঠন হিসেবে আইনের আওতায় আনা হয়েছে বিএনপিকে সেভাবে জঙ্গি সংগঠন হিসেবে আইনের আওতায় আনা হবে।
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র আলাউদ্দিন, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নিজাম হাজারী আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবে কী করে? তাদের রাষ্ট্রপ্রধান কে হবেন তারওতো ঠিক নেই। তারাতো মাথামুণ্ডহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে জেল খেটেছেন। ১০ ট্রাক অস্ত্র মামলা ও গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তার ছেলে তারেক জিয়া পলাতক রয়েছেন।
চলমান হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতার বিষয়ে তিনি বলেন, জনগণ এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। ইতোমধ্যে নির্বাচনী উৎসবে মেতেছে সর্বস্তরের মানুষ। মানুষ উন্নয়ন চায়, সহিংসতা চায় না।
নির্বাচনে জয়লাভের ব্যাপারে তিনি বলেন, আশা করি আমি নির্বাচিত হবো। বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও আশা করছেন নিশ্চই তারা জয়ী হবেন। কে জয়ী হবেন তা আগামী ৭ তারিখ জানা যাবে।
ফেনী-৩ আসনে লাঙ্গলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে আওয়ামী লীগের কি ভূমিকা থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে কেন্দ্র থেকে এখনও কোন সিদ্ধান্ত আসেনি। যদি কেন্দ্র থেকে কোন সিদ্ধান্ত আসে তখন দেখা যাবে আওয়ামী লীগের ভূমিকা কি হবে। নির্বাচনী ইশতেহার যথাসময় ঘোষণা করা হবে।