বিএনপির ১৮ সাংগঠনিক জেলায় জনসমাবেশ আজ

0

রাজধানী ঢাকাসহ দেশের ১৮ সাংগঠনিক জেলায় আজ শনিবার জনসমাবেশ করবে বিএনপি। দলের পূর্বঘোষিত দেশব্যাপী চার দিনের জনসমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ১০ সাংগঠনিক বিভাগের অধীন ১৮ সাংগঠনিক জেলায় জনসমাবেশ হবে।

ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরিশাল বিভাগের বরিশাল মহানগর ও উত্তর দক্ষিণ প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর বীর উত্তম, রংপুর বিভাগের দিনাজপুর জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, রাজশাহী বিভাগের পাবনা জেলায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগের চাঁপাইনবয়াবগঞ্জ জেলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, কুমিল্লা বিভাগের চাঁদপুর জেলায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রংপুর বিভাগের নীলফামারী জেলায় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here