মুন্সীগঞ্জে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতার গণসংযোগ ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর একটার দিকে মুন্সীগঞ্জ শহরের পৌর শিশু এলাকা থেকে মুন্সীগঞ্জ-আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. আব্দুর রহমান জীবনীর নেতৃত্বে শান্তি মিছিলটি বের হয়।
এ সময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগকালে সরকারে বিভিন্ন উন্নয়নমূলক তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এতে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।