বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাস-ট্রেনে আগুন দেয়া : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, এখন বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাস ও ট্রেনে আগুন দেওয়া। নির্বাচন বানচাল করতে তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এতে কোনো কিছু অর্জন করা যায় না। ক্রমান্নয়ে বিএনপির প্রতি মানুষের ঘৃণা বাড়ছে।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ। 

হানিফ আরও বলেন, নির্বাচন যথা সময়ে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে। কোনো দল এলো বা না এলো সেটা বিষয় না, কেমন ভোটার উপস্থিতি হয় তার ওপর নির্ভর করবে কতটা গ্রহণযোগ্য।

বিএনপি প্রসঙ্গে হানিফ বলেন, ক্ষমতায় থাকতে তারা জঙ্গীবাদে মদদ দিয়েছে। আর ক্ষমতার বাইরে এসে করছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্বাচন বানচাল করতে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here