বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ

0

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রবিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীতে তার বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।

দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।

এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় ১৫ শীর্ষ নেতাকে গ্রেফতার করে ডিবি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন এর পাল্টা কর্মসূচি হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।

তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হন। পরে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here