বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা আগামী নির্বাচকে বানচাল করতে চায়, তাদের কঠিন জবাব দিতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে এ দেশে একটি স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংখ্যালঘুদের হামলা করে তারা দেশেকে অস্থিতিশীল করতে পারে। সবাইকে সর্তক থাকতে হবে। বিএনপির পদযাত্রা, কালো পতাকার মিছিলে এভাবেই তাদের শবযাত্রা হবে। নির্বাচন এলেই বিএনপি জামায়াত গণতান্ত্রিক নির্বাচনকে উল্টো পথে নিতে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও শুরু করে। কিন্তু তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।
রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বির সঞ্চালনা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, মৌলভীবাজা পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন প্রমুখ।