বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে এবং সাংবাদিকদের ওপর হামলা ও অবৈধ অবরোধের প্রতিবাদে যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা-৯ আসনের খিলগাঁও বিশ্বরোড, সবুজবাগ, মায়াকাননে (রমনা চাইনিজ রেস্টুরেন্ট এর নীচে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং প্রধানমন্ত্রীর নরসিংদী জেলায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে শামস্ পরশ বলেন, শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে জনগণের জানমাল রক্ষার্থে, সাধারণ মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে অবৈধ অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন আমাদের নৈতিক দায়িত্ব এবং জনগণের কাছে দায়বদ্ধতা। যে দিন বিএনপি-জামায়াত এই অবৈধ অবরোধের ডাক দিয়েছে তারপর থেকে আমরা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি।
বিএনপি শুধু অবৈধ সংগঠনই না, তার উৎপত্তিই হয়েছে হত্যা, ক্যু এবং বিভিন্ন ন্যাক্কারজনক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে এরা কোন প্রকৃত রাজনৈতিক সংগঠন না, এদের মূল উদ্দেশ্যই এদেশের জনগণের ক্ষতিসাধন করা।
তিনি বলেন, তাদের মূল কাজ হচ্ছে জনগণের ওপর চড়াও হওয়া এবং আগামীর নির্বাচনকে বানচাল করা। নির্বাচনে অংশগ্রহণ করার কোন ভিত্তি, কোন শক্তি তাদের নাই। তারা এটা উপলব্ধি করেছে গত দুইটি সংসদ নির্বাচনে। তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং জনগণের ওপর আস্থা না রেখে তা বর্জনও করেছেন। এতে বোঝা যায় জাতীয় সংসদের প্রতি তাদের কোন আস্থা নাই, এদেশের জনগণের প্রতি তাদের কোন আস্থা নাই, গণতন্ত্রের প্রতি তাদের কোন আস্থা নাই।
তিনি আরও বলেন, সকল অপশক্তিকে যে কোন মূল্যে প্রতিহত করার জন্যই আজকে আমরা রাজপথে আছি। তারা অবরোধ ডাকলে এদেশের জনগণ নিরাপদ নয়, সুতরাং জনগণকে নিরাপত্তা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের সংগঠন আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এদেশে যতটা অগ্রগতি ও উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সক্রিয় ভূমিকার মাধ্যমেই হয়েছে।
নরসিংদীতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, খুনি, সন্ত্রাসীর দল, বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়ার রেখে যাওয়া পাপিষ্ঠ দল বিএনপি। বিএনপি-জামায়াত আবারও মাঠে নেমেছে। বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে যে বাংলাদেশ আজকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই দেশটিকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি রাজাকারের দল জামায়াত-বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সাধারণ জনগণের ওপর হামলা করে, গাড়িতে অগ্নিসংযোগ করে তাহলে যার যা কিছু আছে তাই নিয়ে এই আগুন-সন্ত্রাসী বিএনপিকে প্রতিহত করবেন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দিবেন।